Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শ্বশুরকে নিয়ে বাবার গরু চুরি, শ্বশুর জেলে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শ্বশুরকে নিয়ে বাবার গরু চুরি, শ্বশুর জেলে

শ্বশুরকে সঙ্গে নিয়ে বাবার গোয়াল থেকে গরু চুরি করছিলেন ছেলে। এ সময় ছেলে কৌশলে পালিয়ে গেলেও শ্বশুর ফজলে শেখকে (৪৮) আটক করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেন তাঁরা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্ব দুবলাই গ্রামে।

এ ঘটনায় গরুর মালিক আবু হাশেম ওরফে চান মিয়া বাদী হয়ে কাজীপুর থানায় একটি মামলা করেছেন। এতে তাঁর বিয়াই ফজলে শেখ ও ছেলে মো. জাহাঙ্গীরসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।ফজলে শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বহুকা গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, গরুর মালিক আবু হাশেমের সাতটি গরু। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘুমাতে যান। দিবাগত রাত ২টার দিকে কয়েকবার হাম্বা ডাক শুনে জেগে ওঠেন হাশেম; কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বের হতে দেরি হয়। এ সময় বাইরে চোর চোর চিৎকার শুনতে পান। বের হয়ে দেখেন গোয়ালের দরজা খোলা ও একটি ষাঁড় নেই। এ সময় গ্রামের লোকজন গরুসহ ফজলে শেখকে আটক করেন স্থানীয় আমতলা মোড় থেকে। পরে ওই এলাকায় টহলরত পুলিশের সহযোগিতায় উদ্ধার করা গরু ফজলে শেখকে থানায় নেওয়া হয়।

গরুর মালিক আবু হাশেম বলেন, ‘আমার এই গরুর দাম কম হইরা হলিও ৫০ হাজার টেহা হইব। থানা-পুলিশের সহযোগিতায় আমি গরু ফিরা পাছি।’ 
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ফজলে শেখকে গতকাল বুধবার দুপুরে জেলে পাঠানো হয়েছে আর গরুটিকে মালিকের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ