সাংসদ ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তি যদি নিজ ধর্ম সঠিকভাবে পালন করেন। তাহলে সেটি সমাজের জন্য কল্যাণকর। আদর্শ অনুসরণ করে যারা ধর্মকর্ম করেন তাঁরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আর ধর্মকে শ্রদ্ধা করলে সম্প্রীতিও বজায় থাকবে। পাশাপাশি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা যাবে।
শুক্রবার জুম্মার নামাজের আগে ডুমুরিয়ার বরাতিয়ায় নবনির্মিত আয়তুননেছা জামে মসজিদ ও হেফজখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সাংসদ বলেন, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এ মসজিদে স্থানীয় মুসল্লিরা সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। এ জন্য তিনি মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে বরাতিয়া মৌজায় ১৮ শতক জমির ওপর ব্যবসায়ী শাহজাহান জমাদ্দার তার মায়ের নামে এ মসজিদটি নির্মাণ করেন। শুক্রবার পবিত্র জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এ সময় খুতবা পাঠ ও ইমামতি করেন চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা লোকমান হাকিম।
নামাজের আগে বয়ান পেশ করেন, সাজিয়াড়া মাদ্রাসা পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ, আবু সাঈদ আল মাহমুদ, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার ও মুফতি ইলিয়াস হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন মোল্লা আবুল কাশেম, খুবি প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।