ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় মো. আক্তার হোসেন (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন মাধবপুর পৌরসভার জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রাক উল্টে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মো. আবুল কালাম (৪৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ পুলিশি হেফাজতে আছে। উল্টে যাওয়া ট্রাকটিতে ফল থাকায় তা সরিতে নিতে সময় লেগেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।