Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গভীর রাতে আগুনে পুড়ে গেল ২৪ দোকান

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

গভীর রাতে আগুনে পুড়ে গেল ২৪ দোকান

ঈশ্বরগঞ্জে শর্টসার্কিট থেকে লাগা আগুনে অন্তত ২৪টি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজার চুড়ি মহালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে আঠারবাড়ি রায়েরবাজারের স্থানীয় ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছিলেন। এ সময় শর্টসার্কিটে বাজারের চুড়ি মহালের একটি কাগজের দোকান থেকে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে না আনতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২০টি দোকান পুরোপুরি এবং চারটি আংশিক পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু সিদ্দিক, মিলন মিয়া, মনোয়ার হোসেন, আব্দুল হালিম, নন্দন বাবুসহ আরও অনেকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে নিঃস্ব হয়ে গেছেন বলে জানান তাঁরা।

প্রত্যক্ষদর্শী আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এ এইচ হালিম বলেন, ‘আঠারবাড়ি রায়েরবাজারে কয়েক দিন পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আঠাবাড়িতে একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এতটা ক্ষয়ক্ষতি হতো না।’

রায় বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়ার ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, ‘আগুন লাগার খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে ১৫ জন মালিকের কসমেটিকস, প্লাস্টিক ও মনিহারি দোকান পুড়ে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘অগ্নিকাণ্ডে ২৪-২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহযোগিতার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করলে সেটি বিবেচনা করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ