হোম > ছাপা সংস্করণ

দামিনী হতে পারলেন না সুচিত্রা

সম্পাদকীয়

প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায় এলেন পূর্ণেন্দু পত্রীর কাছে। বললেন, ‘পূর্ণেন্দু বাবু, আপনার সঙ্গে একটা ছবি করতে চাই।’

ঠিক হলো রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাস থেকে তৈরি হবে ছবি। সে ছবি করার বেলায় হেমেন গঙ্গোপাধ্যায় শুধু একটি শর্ত দিয়েছিলেন। ‘দামিনী’ চরিত্রটি করাতে হবে সুচিত্রা সেনকে দিয়ে।

পূর্ণেন্দু পত্রী এলেন সুচিত্রা সেনের বাড়ি। তার আগে নিজের বাড়িতে প্রজেক্টর আনিয়ে পূর্ণেন্দু পত্রীর ‘স্ত্রীর পত্র’ ছবিটা সুচিত্রা সেন দেখে নিয়েছিলেন। ভালো লেগেছিল তাঁর।

সুচিত্রা চতুরঙ্গের চিত্রনাট্য শুনতে চেয়েছিলেন। পূর্ণেন্দু পত্রী পড়ে শোনাচ্ছিলেন সেই চিত্রনাট্য। কিছুটা পড়ার পরই সুচিত্রা জানতে চাইলেন, ‘আচ্ছা, শচীশের সঙ্গে দামিনীর প্রথম আলাপের দৃশ্যটা আপনি কীভাবে ভেবেছেন?’

পূর্ণেন্দু পত্রী নিজের ভাবনার কথা বললেন। সুচিত্রা সেটা শুনে উত্তর দিলেন, ‘আর শোনাতে হবে না। আপনি তো একজন কবি, তাই দৃশ্যটা এভাবে ভাবতে পেরেছেন।’ 
ব্যস, আর কোনো সমস্যা রইল না।

বারুইপুরের জমিদারবাড়িতে রঞ্জিত মল্লিক, সুচিত্রা সেন, শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে শুটিং শুরু হলো। এই ছবির জন্য সবাই খুব খেটেছিল। সুচিত্রা সেন রাজি ছিলেন বিধবা দামিনী সেজে থানকাপড় পরে এবং প্রায় নো মেকআপ লুকে কাজ করতে। আবার বিবাহিত দামিনীর হবে একেবারে রাজবেশ। অর্থাৎ, ছবিটির জন্য জীবন উজাড় করে দিতে চেয়েছিলেন তিনি।

ক্ল্যাপস্টিক দেওয়ার সময় সুচিত্রা সেন বিশাল খোঁপা, এক গা গয়না নিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু ছবিটা আর হয়নি। এত ভালো গল্প, এত ভালো চিত্রনাট্য, এত ভালো ভালো অভিনয়শিল্পী, অথচ ছবিটা আর হলো না! আর এর জন্য দায়ী প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায়।

শুটিং শুরুর আড়াই দিনের মাথায় হেমেন গঙ্গোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন। তাই বন্ধ হয়ে গেল ছবি। কী কারণে হঠাৎ তিনি জীবনের সঙ্গে সব লেনদেন মিটিয়ে ফেললেন, তা রহস্যই হয়ে রইল। সুচিত্রা সেনের আর দামিনী হওয়া হলো না।

সূত্র: উমা পত্রী, আনন্দলোক, ২৭ জানুয়ারি ২০১৪

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন