৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আজ সহযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় সহযোদ্ধা পুনর্মিলনী উদ্বোধন করবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বাবু। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, সাংষদ মোসলেম উদ্দিন, সাংসদ রুহুল আমিন মাদানী, সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল, সাংসদ জুয়েল আরেং, সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু, সাংসদ সুলতানা মনি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম শামসুল আলম প্রমুখ।