পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএডিসি-১ নাবী তোষা জাতের পাটবীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকের মাঝে সরকারি উদ্যোগে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তালা উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ৭০টি প্লটে চাষাবাদ হয়েছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘উপজেলায় ৭০টি প্রদর্শনী প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের অফিসের কৃষি উপসহকারী কর্মকর্তারা প্লট সার্বক্ষণিক দেখাশোনা করছেন। বীজ উৎপাদনে প্রতি কৃষককে ২৬৩০ টাকা দেওয়া হবে।’