মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনের তিন দিনের সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এর আয়োজন করা হয়।
গত মঙ্গলবার প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। দ্বিতীয় দিনে বটতলা কেন্দ্রিক বাউল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
শেষ দিন বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ ও প্রবীণশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উৎসব শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন-জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি তানিয়া সুলতানা।
জেলার বাইরের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা এই আয়োজনে অংশ নেন। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসম ছালেহ সোহেল, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, রুহেল আহমেদ।