Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দরপত্রের ৩ বছর পর সেতুর কাজ বাতিল

ধোবাউড়া প্রতিনিধি

দরপত্রের ৩ বছর পর সেতুর কাজ বাতিল

ধোবাউড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ২৬ লাখ টাকার একটি সেতুর কাজ বাতিল করা হয়েছে। টেন্ডার হওয়ার তিন বছরেও অধিক সময় পর জানা গেল, সেতুটি আর নির্মাণ করা হচ্ছে না। এ নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বর্ষা মৌসুমে প্রায় ১০ হাজারো মানুষের ভোগান্তি থেকেই যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে ধোবাউড়া-কলসিন্দুর সড়ক সংলগ্ন যোগেষ মুর্মুর বাড়ির সামনে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে যাওয়ায় রাস্তায় খালের ওপর ৩০ ফুট পাকা সেতু নির্মাণের টেন্ডার দেওয়া হয়। টেন্ডারে সেতুটির প্রাক্কলিত অর্থের পরিমাণ ছিল ২৫ লাখ ৮৪ হাজার ১৩১ টাকা। কাজটি পায় ‘শেখড় বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর সেতুটির সিসি ঢালাইয়ের কাজ শুরু হলেও অজানা কারণে বন্ধ হয়ে যায়।

স্থানীয় ধাইরপাড়া গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, ‘এ সড়ক দিয়ে মহিলা মাদ্রাসা ও ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ এলাকার প্রায় পাঁচ হাজারের অধিক লোক চলাচল করে। এখানে সেতুটি নির্মাণ করা হলে এলাকার মানুষের ভোগান্তি লাঘব হতো।’

একই গ্রামের সোহেল ম্রং ও রেমা সেতু বন্ধন জানান, সেতুটি হলে সব ধরনের গাড়ি চলাচল করতে পারত। সেতুর কাজ বাতিল হওয়ায় ভোগান্তি থেকেই যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সেতুর কাজ বাতিল হয়েছে। একাধিকবার নোটিশ দিলেও সেতুর কাজ শেষ করেনি। এরপর টেন্ডার বাতিল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।’

এ বিষয়ে শেখড় বিল্ডার্সের মালিক শেখড় বিশ্বাস বলেন, ‘সেতুর কাজ শুরু করেছিলাম। কিন্তু করোনা ও বর্ষার কারণে নির্ধারিত সময়ে করতে পারিনি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ