Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাইসাইকেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাইসাইকেল

পরিবেশবান্ধব বাহন হিসেবে বাইসাইকেল সারা বিশ্বেই বেশ পরিচিত। এ ছাড়া অনেকে শরীরচর্চার জন্যও সাইকেল চালান। বিশ্বে এমন কিছু বাইসাইকেল আছে, যার দাম নতুন মডেলের গাড়ির চেয়েও বেশি। তেমনি ৫টি বাইসাইকেলের তথ্য রইল:

কওস-ট্রেক ম্যাডোন
এই বাইসাইকেলের দাম ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা। স্টাইলিশ এই বাইকে চড়েও বেশ আরাম। এটি ডিজাইন করেছেন ল্যান্স আর্মস্ট্রং। মাত্র ৯ কেজি ওজনের হালকা এ বাইসাইকেলটি বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে।

ট্রেক ইয়োশিতোমো নারা স্পিড কনসেপ্ট
২ লাখ ডলার বা ১ কোটি ৭২ লাখ টাকা দামের বাইসাইকেলটি বড়ই রঙিন। নীল আর হলুদের মিশেলে তৈরি বাইকটি শিশুদের খুব পছন্দ হবে। এটি হঠাৎ করেই ঘোরানো যায়। সরু রাস্তায়ও ভালোভাবে চালানো যায়। ট্রেক কোম্পানির কার্টুনিস্টরা এটির ডিজাইন করেছিলেন।

মেনস রেসিং বাইক
এর দাম ৩ লাখ ৯৩ হাজার ডলার বা ৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার টাকা। আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যের ছাপ রাখা হয়েছে এতে। হ্যান্ডেল থেকে হুইল–সবই সোনার। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। জানলে অবাক হবেন, সোনা দিয়ে তৈরি হীরাখচিত বাইকটি তৈরি করেছে গাড়ি নির্মাতা কোম্পানি রোলস রয়েস।

ট্রেক ম্যাডন বাটার ফ্লাই
৫ লাখ ডলার বা ৪ কোটি ৩০ লাখ টাকার এই বাইকের গতি বেশ ভালো। তার চেয়ে ভালো এর নকশা। অভিনবত্ব আনতে এতে লাগানো আছে প্রজাপতির পাখা। এ নিয়ে অ্যানিমেল ওয়েলফয়ার গ্রুপ পিটার সঙ্গে ট্রেকের ঝামেলা হয়েছিল। তবে বাইকের বিক্রি থেকে যা লাভ হয়, তা ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হয়। এটি ডিজাইন করেছেন ডেমিয়ের হারস্ট।

এক্সট্রিম মাউন্টেন বাইক
হিউ পাওয়ার কোম্পানির তৈরি বাইসাইকেলটির দাম ১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা। হীরাখচিত বাইসাইকেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। একটিকে শিল্পকর্ম বললে ভুল হবে না। এটি বেভারলি হিলস এডিশন বা ফ্যাট বাইক নামেও পরিচিত। এর সিটের কভারে ব্যবহার করা হয়েছে এলিগেটরের চামড়া।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ