বাংলাদেশ প্রিমিয়াম লীগসহ (বিপিএল) বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১১-এর সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী চলমান বিপিএলকে কেন্দ্র করে বাংলাদেশে এই অনলাইন জুয়া খেলা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই র্যাব জুয়া চক্রের সদস্যদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই সূত্র ধরে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের ১২ নম্বর উজানচর ইউনিয়নের কালিকাপুর বাঁশতলা বাজারের আপন টেলিকম নামের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল এবং নগদ ২৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুরের কালিকাপুর গ্রামের মো. আবদুল মালেক আপন (৩৩), মো. মনির হোসেন প্রতীক (৩৪) ও উজানচর গ্রামের সংকর চন্দ্র দাস (৩৬)।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলায় অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিলেন।
এর মাধ্যমে তাঁরা প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে লেনদেন করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।