Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কিশোরীকে বিয়ে করতে গিয়ে বর কারাগারে

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

কিশোরীকে বিয়ে করতে গিয়ে বর কারাগারে

গোসাইরহাট উপজেলায় এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে দুলাল হোসেন নামের এক যুবক কারাগারে গেছেন। গত সোমবার দুপুরে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে বিয়ের আসরে অভিযান চালিয়ে বরকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বরের বাবা ও কনের বাবাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটোবালী গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে দুলাল হোসেনের (৩২) সঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় বাল্যবিবাহের খবর পেয়ে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেএসসি পরীক্ষার সনদের ভিত্তিতে কনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কনের বাবা ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। বরের বাবাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই আইনে বরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, গোসাইরহাট থানা-পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ