Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

থাইল্যান্ডে উচ্চশিক্ষা: এসআইআইটিতে ফুল স্কলারশিপ

মুসাররাত আবির

থাইল্যান্ডে উচ্চশিক্ষা: এসআইআইটিতে ফুল স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (SIIT) স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। ‘এসআইআইটি থাইল্যান্ড স্কলারশিপ-২০২২’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। 

থাইল্যান্ড সরকার স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সমস্ত খরচ বহন করবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা 
এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

সুযোগ-সুবিধাসমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি। 
  • শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সম্পন্ন করতে যা যা লাগবে) 
  • জীবনযাপন ভাতা হিসেবে প্রতি মাসে ১০,০০০ বাথ প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩০ হাজার টাকা। 
  • রাউন্ড বিমানের টিকিট। 
  • ভিসা ফি। 
  • এয়ারপোর্ট ট্যাক্স। 
  • স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা। 

আবেদনের যোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
  • পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
  • স্নাতকোত্তর ডিগ্রি আবেদনের জন্য স্নাতকে কমপক্ষে ২.৭৫ সিজিপিএ থাকতে হবে। 
  • পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তরে কমপক্ষে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। 
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
  • ছবি (আকার:-1 x 1.5 ইঞ্চি ফাইল:-jpeg)। 
  • বিদেশে উচ্চশিক্ষার বিবরণী (অন্তত এক পৃষ্ঠা)। 
  • জীবনবৃত্তান্ত। 
  • একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 
  • ইংরেজি ভাষায় দক্ষতা পরীক্ষার সনদ। 
  • গবেষণাপত্র, প্রকাশনা বা সার্টিফিকেট (যদি থাকে)। 
  • ইংরেজি ভাষায় দক্ষতা পরীক্ষার সনদ। (TOEFL (PBT 400 +, বা IBT 32 +) বা IBT (Home Edition 32 +), IELTS 4.5 +, TU-GET (PBT 400 +, বা CBT 32 +) বা TOEIC 500 +)। 

সেমিস্টার সিস্টেম
এসআইআইটিতে (SIIT) প্রতিবছর দুটি সেমিস্টার হয়ে থাকে। প্রথম সেমিস্টার শুরু হয় আগস্টে। দ্বিতীয় সেমিস্টার শুরু হয় জানুয়ারিতে। ইংরেজিতে দক্ষতা পরীক্ষার কোনো প্রশংসাপত্র না থাকলেও আবেদনকারী অনলাইন আবেদনের জন্য আবেদন করতে পারেন। 

যে যে বিষয় নিয়ে অধ্যয়ন করা যাবে

  • বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/বায়োকেমিস্ট্রি
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রসায়ন
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স
  • প্রকৌশল ব্যবস্থাপনা
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • শক্তি প্রকৌশল/ব্যবস্থাপনা
  • প্রকৌশল ব্যবস্থাপনা
  • এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/বিজ্ঞান/প্রযুক্তি/

ব্যবস্থাপনা

  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিকস ম্যানেজমেন্ট
  • ডিজিটাল ইঞ্জিনিয়ারিং
  • লজিস্টিকস এবং সাপ্লাই চেইন সিস্টেম ইঞ্জিনিয়ারিং
  • ব্যবস্থাপনা প্রযুক্তি
  • উপাদান প্রকৌশল/বিজ্ঞান/প্রযুক্তি
  •  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • এমবেডেড সিস্টেমের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আবেদনের প্রক্রিয়া
এসআইআইটিতে (SIIT) স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২ 

অনুবাদ: মুসাররাত আবির

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ