ঝিনাই নদের তীর থেকে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি কাটার অপরাধে গোড়াকী গ্রামের ইউসুফ খানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত শনিবার আজকের পত্রিকার ৭ নম্বর পাতায় ‘নদের তীরের মাটি লুট ভাঙনের আশঙ্কা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রশাসনের নজরে আসলে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।