Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

একই জমিতে মাল্টা ও পেঁপে চাষে সাফল্য

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

একই জমিতে মাল্টা ও পেঁপে চাষে সাফল্য

ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের কৃষক নিখিল নন্দী একই জমিতে মাল্টা ও পেঁপে চাষ করে সফল হয়েছেন। তার এ সফলতা দেখে অন্যরাও এ রকম চাষে ঝুঁকে পড়ছেন।

নিখিল নন্দী বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে মাল্টা চাষে উদ্বুদ্ধ হই। ২০১৯ সালে প্রথমে ১০টি মাল্টা গাছ লাগিয়ে চাষ শুরু করি। বর্তমানে ১০০ গাছ রয়েছে। এ বছর ফলন ভালো হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। এ বছর গড়ে ৫০ টাকা কেজি দরে যদি মাল্টা বিক্রি করতে পারি তাহলে ১০০ গাছে এক থেকে দেড় লাখ টাকা আয় হবে। তবে এ বছর মাল্টা চাষের পাশাপাশি একই জমিতে শতাধিক পেপের চারা রোপন করেছি। ফলনও ভাল হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় লাভও বেশি হবে।

তিনি আরও বলেন, আগে এ জমিতে ধান লাগানো হতো। এরপর কুল বরই গাছ লাগাই। বরইয়ের পর পেয়ারা। বর্তমানে মাল্টা ও পেপে গাছ রয়েছে। ২০ মণ ধান হলে ২০ হাজার টাকা পেতাম। খরচ যা হতো তার থেকে অর্ধেক আয় হতো। সেখানে মাল্টা চাষে অনেক লাভ। সফলভাবে সুস্বাদু মিষ্টি ও রসালো মাল্টা চাষ করায় রীতিমতো এলাকায় হৈ চৈ পড়ে গেছে। সবার দৃষ্টি এখন মাল্টা বাগানের দিকে। এটি দেখে অনেকেই মাল্টা চাষে ঝুঁকছেন।

আরশনগরের হোসেন সরদার নামের অপর এক মাল্টা চাষি বলেন, তিন বছর আগে আমার এক আত্মীয়ের পরামর্শে মাল্টা চাষ শুরু করেছি। এ বছর ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। সফল এ মাল্টা চাষি বলেন, আমাকে দেখে গ্রামের অনেকে মাল্টা চাষে আগ্রহ প্রকাশ করছেন।

তাজা, বিষমুক্ত, সুমিষ্ট লেবু জাতীয় সবুজ মাল্টার কদর রয়েছে উপজেলার প্রতিটি বাজারে। বিদেশ থেকে আনা কমলা, মাল্টা, আপেল, নাশপাতি ও ডালিমের সঙ্গে বেশ পাল্লা দিয়েই চাহিদা বাড়ছে। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলুদ রঙের চেয়ে সবুজ মাল্টার কদর বেশি।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, ডুমুরিয়া উপজেলায় ৩-৪ বছর আগে বাণিজ্যিকভাবে কোনো মাল্টা বাগান ছিল না। কৃষি বিভাগের সহযোগিতায় বর্তমানে ডুমুরিয়াতে ৭ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে মাল্টার চাষ হচ্ছে। প্রায় ৫০-৬০ জন কৃষক মাল্টা চাষের সঙ্গে জড়িত। চারা লাগানোর এক বছরের মধ্যে গাছে ফল ধরে। বেশিরভাগই বারি মাল্টা-১ বা পয়সা মাল্টা। এটি অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ