নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলা পরিষদ চত্বরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে গণমিছিলসহ আসেন পলাশতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রফিকুল ইসলাম। এ সময় নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাত হোসেন বলেন, ইউপি নির্বাচনে আচরণবিধি ২০১৬ এর ১১ বিধি লঙ্ঘনের অপরাধে পলাশতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম নামের সদস্য প্রার্থীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।