দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও মাছের বংশ বিস্তারের জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পড়ে তা পুড়িয়ে দেওয়া হয়।
গতকাল রোববার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে ৯টি অবৈধ দুয়ারী জাল আটক করে ও পুড়িয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশুতোষ রায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।