ডুমুরিয়ায় রামকৃষ্ণপুর গ্রামে জমিজমার জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান দখল ও হুমকির ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় অনুপ কুমার গোলদার বাদী হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী অনুপ কুমার গোলদারের সঙ্গে তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত রামকৃষ্ণপুর মৌজার গোডাউন ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদী একই এলাকার অনুপম রায়, পিন্টু কবিরাজ, তাপস রায় ও বিদ্যুৎ রায়দের বিরোধ চলে আসছে।
তারই জেরে বিবাদীগণ গত ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে বিবাদীরা দা, লাঠি নিয়ে অনুপ গোলদারের গোডাউন ঘর দখল ও মারধর করে। পরে হুমকি-ধামকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী গোডাউন ঘর মালিক অনুপ কুমার গত বুধবার গোলদার তাঁদের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান মোল্লা জানান, আদালত শুনানি শেষে বিবাদী পক্ষগণকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ ছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা অফিসারকে নির্দেশ দিয়েছেন।