হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় আগুনে পুড়ে গেছে তিন দোকান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার দূর্গম চরাঞ্চলের পাড়াতলী বাজারে আগুনে ৩টি দোকান ঘর পুড়ে গেছে। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাড়াতলী বাজারের কাজী ইলেকট্রনিক্সের গুদামঘর এবং একই মার্কেটের আরও দুই দোকান আগুনে পুড়ে যায়। দোকান মালিকের দাবি আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মামুনের ইলেকট্রনিক্সের গুদামঘরে প্রথম আগুন লাগে এবং মুহুর্তের মধ‍্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এর পর বাজারের দোকানীসহ আশপাশের লোকজন এক ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে মামুন ইলেকট্রনিক্সের গুদাম ঘর, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান এবং হাসেম মিয়ার কম্পিউটারের দোকান।

কাজী ইলেকট্রনিক্সের মালিক কাজী মামুন মিয়া বলেন, ‘আমার গুদাম ঘরের ৩৮টি ফ্রিজ, ১৪টি টিভি, ৫টি মাইক্রোওভেন, বেশকিছু সিলিং ফ্যান পুড়ে যায়। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আরেক মালিক হেলাল মিয়া বলেন, ‘কাপড় ও জুতা পুড়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ