Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পল্লিচিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি

পল্লিচিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে এই ঘটনা ঘটে।

মৃত রোগীর নাম আনোয়ারা বেগম (৫০)। তিনি চান্দিনা উপজেলার ২ নম্বর বাতাঘাসী ইউনিয়নের বাতাঘাসী গ্ৰামের কাসেম মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে আনোয়ারা বেগম তাঁর নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ অবস্থায় স্বজনেরা তাঁকে ইলিয়টগঞ্জ পশ্চিম বাজারের পল্লিচিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদারের কাছে নিয়ে যান। পল্লিচিকিৎসক তাঁকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান। সেখান থেকে ফিরলে শ্রীরুপ চন্দ্র মজুমদার রোগীকে স্যালাইন ও ইনজেকশন দেন। এ সময় আনোয়ারা বেগম জানান তাঁর বুক জ্বালাপোড়া করছে। এরই মধ্যে মারা যান তিনি।

২ নম্বর বাতাঘাসী ইউপির সংরক্ষিত নারী সদস্য উম্মে জাহানারা বেগম বলেন, ‘এ সময় চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম। রোগীর স্বজনদের চেঁচামেচি শুনে ভেতরে গিয়ে দেখি রোগী মারা গেছেন। চিকিৎসক তাঁকে অন্য কোথায় নিয়ে যেতে বলছেন।’

এরপর থেকে পল্লিচিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদার পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ