Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়কের পাশে ময়লার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পথচলা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

সড়কের পাশে ময়লার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পথচলা

বান্দরবানের আলীকদম বাজার থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে বাজারের ময়লা-আবর্জনা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দুর্গন্ধে মুখ ঢেকে রাস্তা চলতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী ও পথচারীদের।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে ফেলা হচ্ছে আলীকদম বাজারের বিভিন্ন বর্জ্য। বৃষ্টি হলে ময়লা-আবর্জনা চলে আসে সড়কের ওপর। বৃষ্টিতে ধুয়ে ময়লা গিয়ে মিশছে পাশের মাতামুহুরি নদীতে। এতে নদী দূষণ প্রবল হচ্ছে। চারপাশে দুর্গন্ধময় পরিবেশ। সাধারণ পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নাক চেপে ধরে সড়কের ওই অংশ পার হতে দেখা যায়। সদর হিন্দুপাড়ার দুই শতাধিক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

সদর হিন্দুপাড়ার বাসিন্দা বিকাশ কর্মকার আজকের পত্রিকাকে বলেন, দুর্গন্ধযুক্ত বাতাসে বাড়িতে টেকা যায় না। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কথা হলে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই জায়গাটিতে ময়লা না ফেলার জন্য গত বছর উপজেলা প্রশাসন সাইনবোর্ড টাঙিয়ে সতর্ক করে। কে বা কারা সেই সাইনবোর্ড নষ্ট করে ফেল। স্থায়ীভাবে ময়লা ফেলার জায়গা না থাকায় ওই স্থানে ময়লা ফেলতে হচ্ছে।’

শনিবার বেলা একটার দিকে আলীকদম বাজারের একজন পরিচ্ছন্নতাকর্মীকে ভ্যানে করা ময়লা রাস্তার পাশে ফেলতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাজার কমিটির নির্দেশে ময়লা ফেলছেন।

আলীকদম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কায়েস উদ্দীনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলীকদমে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় রাস্তার পাশে ময়লা ফেলতে হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ