শেরপুর প্রতিনিধি
শেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন শনাক্ত হয়েছেন। তারা তিনজনই সতর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেলে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২৯টি নমুনা পরীক্ষায় ওই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন- ৪ হাজার ৭৮৩ জন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৮৫ জন। আর মারা গেছেন ৯১ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ ভাগ।