রাঙামাটির কাপ্তাই উপজেলার তিনটি এতিমখানার শিশুদের মধ্যে বিনা মূল্যে দুধ-ডিম বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা, সুইডিশ নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার ১২০ জন শিশুর প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম এ ২৫০ মিলগ্রাম করে গরুর দুধ দেওয়া হয়।
পরে আল আমীন নূরিয়া মাদ্রাসার শ্রেণিকক্ষে ‘পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, কাপ্তাই ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদুল হক মুরাদ প্রমুখ।