Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টানা তিন দিন আদম সুরত

বিনোদন প্রতিবেদক, ঢাকা

টানা তিন দিন আদম সুরত

আলী যাকের নতুনের উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল তাড়ুয়া নাট্যদলের নাটক ‘আদম সুরত’। এরপর চারটি প্রদর্শনী হয়েছে নাটকটির। ইতিমধ্যেই নাটকটি দর্শকমহলে সাড়া জাগিয়েছে। ঢাকার মঞ্চে আবারও ফিরছে ‘আদম সুরত’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টানা তিন দিন প্রদর্শিত হবে নাটকটি। ১০ থেকে ১২ জুন একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে থাকছে আদম সুরতের প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলছে অমানবিক এমন অনেক ঘটনা, যেগুলোর বিচার তো দূরের কথা, হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডের অসংখ্য মানুষের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো ঘটনা আর নানা মুহূর্তকে নিয়েই গড়ে উঠেছে আদম সুরত নাটকের গল্প। নাটকটি দর্শকমহলে নতুন চিন্তার খোরাক জোগাবে এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন। নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নাটকটির নিয়মিত প্রদর্শনীর আয়োজন করার চেষ্টা করবে তারা।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহসানুল ইসলাম, আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সাক্ষ্য শহীদ, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, তাসনোভা তামান্না, দিপু রহমান, আজগর হোসেন রাব্বি, খালিদ বিন নাসির, রিয়া দেবনাথ, মৃত্তিকা মাটি, রুম্মান শাহরিয়ার শুভ, মুহাম্মাদ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল সেন্টু, ফারদিন রিয়াদ, সানা ইসলাম প্রমুখ। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ