খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন আগামী ২২ ডিসেম্বর। গত বুধবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এবারের নির্বাচনে ১৭টি পদে লড়বেন মোট ৪০ জন প্রার্থী। চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে উপরেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, উপরেজিস্ট্রার মো. তারিকুজ্জামান (লিপন) এবং উপ
প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)।
সহসভাপতির ২টি পদের জন্য লড়বেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম (বাবু), মো. আব্দুল্লাহ আলা মামুন, তানভীর হোসেন বাবু, উপপরিচালক মো. জাভেদ এলাহী এবং সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়া, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মণ্ডল এবং সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী সহকারী রেজিস্ট্রার মিয়া মুহাম্মাদ সালাউদ্দিন (সুকর্ণ), সহকারী পরিচালক সুশান্ত কুমার বসু এবং সেকশন অফিসার শেখ আকতার হোসেন। অর্থ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক) এবং সহকারী রেজিস্ট্রার এস আতিকুর রহমান প্রার্থী। দপ্তর সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মো. মেহেদি হাসান এবং শেখ আফসার উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর) এবং সহকারী পরিচালক মো. নুরুজ্জামান (মিথুন)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম (শহিদ), সহকারী পরিচালক সাহারা বানু এবং সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক পদে লড়বেন সেকশন অফিসার সুশান্ত অধিকারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহাদেব মণ্ডল এবং সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন।
এ ছাড়া ৭ জন নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন-সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছা. তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মো. সোহরাব হোসেন, সেকশন অফিসার হিমাদ্রি শেখর মণ্ডল, চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক আবু সালেহ মো. পারভেজ, সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন, উপ-রেজিস্ট্রার মোহাম্মাদ গেলজার হোসেন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, সহকারী পরিচালক এস এম আব্দুল্লাহ শাহানুর কবির (অয়ন), সহকারী রেজিস্ট্রার মো. মিজানুর রহমান খান (মুকুল) এবং সেকশন অফিসার লায়লা রুমঝুম।