কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে একদিনের ব্যবধানে কাঁচা মরিচে কেজি প্রতি ৪০ টাকা বেড়েছে। পরিবহন ধর্মঘটের কারণে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।
গতকাল শনিবার বিকেলে শহরের পুরনো গোহাটা কাঁচা বাজারে খুচরা ব্যবসায়ীরা ১৪০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন। গত শুক্রবার যার দাম ছিল প্রতি কেজি ১০০ টাকা।
এ হাটের সাধারণ সম্পাদক অসিত কুমার বলেন, ‘পাইকারি বাজার থেকে কাঁচা মরিচ ১১০ টাকা করে কিনে প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। পরিবহন বন্ধ থাকায় কাঁচা মরিচের আমদানি খুবই কম। তাই দাম বেশি।’