সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন লক্ষ করা গেছে। তবে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
শুরুতে ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বেড়ে যায়। কিন্তু শেষদিকে দরপতন ঘটতে থাকে। সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এমনকি দিনের লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫ পয়েন্টে নামতে দেখা গেছে। প্রধান মূল্যসূচকের পাশাপাশি বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে ৩২৫ কোটি ২৪ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে মাত্র ৩ পয়েন্ট।