লালমোহনে ডাকাতি মামলায় ২৫ বছর সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে তাঁদের ভোলা জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রায়পুরা কান্দি গ্রামের বিল্লাল হোসেন ওরফে দিনার বেল্লাল (৩৫), একই ওয়ার্ডের ইলিশা কান্দি গ্রামের ঝান্টু ওরপে কানা ঝান্টু (৪৫)। তাঁরা ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘ডাকাতি মামলার আসামি হিসেবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’