মেহেরপুরের গাংনীতে জাল ভোট দিতে আসা তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া কেন্দ্র এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, জিল্লুর রহমান (১৭), বাচ্চু হোসেন (১৭) এবং শাওন হোসেন (১৭)। তারা তিনজনই হিজলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন যুবকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা ওই তিনজনকে আটক করেন।