নির্বাচিত এলাকায় কুঁচিয়া ও কাঁকড়া চাষ গবেষণা প্রকল্পের আওতায় আগৈলঝাড়া মৎস্য অধিদপ্তরের পরিচালনায় কুঁচিয়া মাছ প্রদর্শনী প্রকল্পে আশার আলো দেখছেন কৃষকেরা। প্রাথমিক পর্যায় ৩টি প্রদর্শনী খামারে একুয়া কালচার পদ্ধতিতে চাষ শুরু হয়।
উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মিন্টু চন্দ্র দাসের কুঁচিয়া মাছ প্রদর্শনী খামারে গিয়ে দেখা যায় খামারের ভেতরে ছোট বড় গর্ত। চাষি মিন্টু জানান, এই গর্তের মধ্যেই লুকিয়ে আছে কুচিয়া মাছ। এ ছাড়া খামারের ভেতরে কচুরিপানার মধ্যে কুচিয়া মাছের ছোট ছোট বাচ্চা কিলবিল করতে দেখা যায়।
বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের লিটন মধুর খামারে দাবদাহে কিছু কুঁচিয়া মারা গেলেও সম্প্রতি বৃষ্টি হওয়ায় কুঁচিয়া বাচ্চা দিচ্ছে। একই ভাবে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মনি শংকরের খামারেও কুঁচিয়ার বাচ্চা দিয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ তাঁর সহকর্মীরা প্রায় কুঁচিয়া মাছের খামার পরিদর্শনে গিয়ে দেখভাল করছেন।