যে নেতা-কর্মী দলের জন্য কোনো কাজ করে না, দলের সুনাম নষ্ট করে। যাদের জন্য দলের ক্ষতি হয়। তাঁদের নেতা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম মামুনুর রশীদ।
গতকাল মঙ্গলবার রাতে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী যুব লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যুবলীগ দলের জন্য কঠোর পরিশ্রম করছে। যুবলীগ আওয়ামী লীগের হৃদয়ের স্পন্দন হতে চায়। এ সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ভালো কর্মীরা দলের নেতা হয়। তাঁরা কঠোর পরিশ্রম করেন। যারা কু-কর্মের সঙ্গে জড়িত তাঁদের রাজনীতি করার দরকার নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. শামছুল আলম।