Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গাঁজাসহ আটক ৩ জনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

গাঁজাসহ আটক ৩ জনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মৃত আকুব্বর মল্লিকের ছেলে মোবারক মল্লিক (৫২), দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর অস্কারপাড়ার এনামুল হক পিংকির স্ত্রী তসলিমা খাতুন (২৫) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে পাঞ্জাব মীর (৬০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। পরে মোবারক মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম, তসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম এবং পাঞ্জাব মীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

সূত্রে আরও জানা যায়, গাঁজাসহ আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে মোবারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা, তসলিমাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং পাঞ্জাবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ