দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
প্রার্থীরা হলেন শিবরামপুর ইউনিয়ন সত্যজিৎ রায় কার্ত্তিক, পলাশবাড়ী ইউনিয়ন মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মানিক, শতগ্রাম ইউনিয়ন মো. মতিয়ার রহমান, পাল্টাপুর ইউনিয়ন মো. আব্দুর রহমান, সুজালপুর ইউনিয়ন মহেশ চন্দ্র রায়, মোহাম্মদপুর ইউনিয়ন মো. ওয়াহেদুজ্জামান বাদশা, সাতোর ইউনিয়ন মো. জাকির হোসেন রাজা, মোহনপুর ইউনিয়ন মো. তাইজুল ইসলাম ও মরিচা ইউনিয়ন আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।