লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে মো. শাহজাহান (৩২) নামের এক অটোরিকশাচালককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা গত মঙ্গলবার রাতে এ রায় দেন। অটোরিকশাচালক শাহজাহান উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, অটোরিকশাচালক শাহজাহান গত সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে ঘটনার সত্যতা পায়। পরে শাহজাহানকে আটক করে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা নারী ও শিশু নির্যাতন আইনের ৩৫৪ ধারামতে অটোরিকশাচালক মো. শাহজাহানকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
গতকাল বুধবার রামগঞ্জ থানা-পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, ন্যক্কারজনক এ ধরনের ঘটনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।