Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোট পুনরায় গণনার দাবি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

ভোট পুনরায় গণনার দাবি

সাতক্ষীরা কলারোয়ার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কিসমত-ইলিশপুরে সাধারণ ইউপি সদস্য পদের ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।

এ অভিযোগ তুলে পুনরায় নির্বাচন কমিশনের কাছে এ ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে মানববন্ধন করছে ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুর রহমানের কর্মী-সমর্থকেরা।

গত শুক্রবার বিকেল ৩টার দিকে কেরেলকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকায় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহসান হাবীবের নেতৃত্বে এ মানববন্ধন হয়।

সাইফুর রহমান ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনে জানান, নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও ভোট গণনার সময় প্রিসাইডিং অফিসার হারুন আর রশিদ কারসাজি করেন। তাঁর এজেন্ট আহসান হাবিবকে মারপিট করে সাক্ষর না নিয়ে একপাক্ষিকভাবে ফলাফল ঘোষণা করেন। ওই সময় পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেও কোনো আমলে নেননি দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।

এ বিষয়ে মানববন্ধনে ফুটবল প্রতীকের এজেন্ট আহসান হাবিব বলেন, ‘ভোট গণনা শেষ না করেই প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ মনগড়া ফলাফল ঘোষণা করতে সহকারী প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেন। এ সময় প্রিসাইডিং অফিসারের কাছে আমি বারবার অনুরোধ করি ভোট গণনা শেষ করার জন্য। তখন তিনি হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাকে মারতে নির্দেশ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে আমাকে মারধর করে অন্য কক্ষে আটকে রাখে। তা ছাড়া আমার কাছ থেকে ফলাফল শিটে কোনো স্বাক্ষর না নিয়ে ফলাফল ঘোষণা করেন।’

উপজেলার রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, যদি কোনো প্রার্থী যদি মনে করেন তাঁর ভোট গণনায় অনিয়ম হয়েছে তাহলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণার পরে দুই সদস্য প্রার্থীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এমনকি রাস্তা বন্ধ করেও তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো সদস্য প্রার্থীর কাছ থেকে থানায় কারও বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ