সরিষা চাষে ঝুঁকছেন সাতক্ষীরা তালা উপজেলার কৃষকেরা। বাজারদর ভালো হওয়ায় সরিষা চাষে দিন দিন এ অঞ্চলের কৃষকদের আগ্রহ বাড়ছে।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় কৃষকেরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
তালা উপজেলা কৃষি অফিস তথ্য অনুযায়ী জানা যায়, উপজেলায় গত বছর ৪৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবার সরিষার আবাদ হয়েছে ৫৬০ হেক্টর জমিতে।
জালালপুর গ্রামের কৃষক আলতাফ জানান, বীজ বপনের মাত্র দুই মাসের মধ্যে সরিষা ঘরে ওঠে। এ ছাড়া চলতি মৌসুমটা সরিষার জন্য বেশ অনুকূল আছে। ফলে এবার সরিষা থেকে ভালো লাভের আশা আছে।
উপজেলার জাতপুর গ্রামের মোজাম মোড়ল চাষিরা জানান, উঁচু জমি সরিষা চাষের জন্য উপযুক্ত। প্রথমে হালকাভাবে জমি চাষ দিয়ে সরিষার বীজ বপন করতে হয়। পরে কিছু ওষুধ ও কীটনাশক দিলেই সহজে ফলন পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, এ বছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশিসহ অন্যান্য জাতের সরিষা।