শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় খলিষখালী ইউনিয়নে এটি অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে ও অজিত বৈদনাথের পরিচালনায় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, ওসি তদন্ত বাবলুর রহমান, খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর হোসেন, এ এস আই কুতুব উদ্দীন, সাংবাদিক শাহিন আলম সাংবাদিক হাসানুর রহমানসহ স্থানীয় নেতারা।
নৌকা বাইচ প্রথম স্থান অধিকার করে কুলপোতা গ্রাম (জয় মা কালি), দ্বিতীয় স্থান অধিকার করেছে খাসের আবাদ (জয় মা দুর্গা), তৃতীয় স্থান অধিকার করেছে পুইজালা (সোনার তরী)। এ সময় প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার দেন। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দলুয়া ঠান্ডা নদীর দুধারে হাজার হাজার নারী-পুরুষ জমায়েত হয়।