যশোরের চৌগাছায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পুষ্পস্তবক অর্পণের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন নেতা–কর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক দিতে যাওয়ার আগে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। শহরের যশোর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল। পরে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে আবারও মিছিল সহকারে ফেরেন তাঁরা। মিছিলের শুরুতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী ও এম এ সালাম থাকলেও পরে শহর প্রদক্ষিণ ও পুষ্পস্তবক অর্পণের সময়ে তাঁরা ছিলেন না।