Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কুবির দুই শিক্ষকের বাসায় তালা ভেঙে মালামাল চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুবির দুই শিক্ষকের বাসায় তালা ভেঙে মালামাল চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস সংলগ্ন ‘হাজী ভিলা’ ভবনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, গত ৬ মে (শুক্রবার) দুপুর ১টা ৬ মিনিটে ভবনের সামনে অজ্ঞাতনামা একজন মোটরবাইক আরোহীকে নামতে দেখা যায়। একপর্যায়ে তিনি চতুর্থ তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকার ও আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসুমের ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বাসায় কেউই ছিলেন না।

ভবন মালিক ফরিদ মিয়া বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী অদিতি সরকার জানান, ঘটনার দিন সকালে তিনি ঢাকা গিয়েছিলেন। পরে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। রুমে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার, হিরার আংটি চুরি হয়েছে। অপরদিকে, কুবির আরেক শিক্ষকের বাসা থেকেও ল্যাপটপসহ মালামাল চুরি হয়েছে। বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চোরকে ধরার চেষ্টা চলছে।

কুবির ভারপ্রাপ্ত প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকেরা কিছু জানাননি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ