গাজীপুরের কাপাসিয়ায় এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম লিমন তারেক (১৩)। গত শনিবার বাড়ি ফেরার কথা বলে স্কুল থেকে ছুটি নিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ লিমন বড়হর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শনিবার রাতে তারেকের চাচা মো. রমিজ উদ্দিন কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা বেগম বলেন, ‘তারেক সকালে স্কুলে এসে ছুটি চায়। প্রথমে সে নিজের অসুস্থতার কথা বলে। পরে অসুস্থ মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা জানায়। আমি তাকে ছুটি দিয়ে দিই। সে চলে যায়। দুপুরে তারেকের মা স্কুলে এসে তার খোঁজ করে। পরে জানতে পারি ছুটি নিয়ে তারেক বাড়ি যায়নি।’
তারেকের মা বলেন, ‘তারেক সকালে বলেছিল তার পেট ব্যথা করছে। আমি তাকে বলেছি স্কুল থেকে ফিরলে ডাক্তারের কাছে নিয়ে যাব। দুপুরে স্কুলে গিয়ে শুনি সে আগেই ছুটি নিয়ে বাড়ি চলে এসেছে। কিন্তু আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘রাত ৯টার দিকে এক স্থানীয় সাংবাদিক জানান, গাজীপুরে কোনাবাড়ী এলাকায় দেখতে পান। আত্মীয়স্ব-জনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।