মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন পুলিশ কর্মকর্তা শামসুল ইসলাম। তাঁর বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ‘দামপাড়া’ নামের একটি চলচ্চিত্র। এতে শামসুল ইসলামের চরিত্রে দেখা যাবে ফেরদৌস আহমেদকে। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের শুটিং আজ বৃহস্পতিবার শুরু হবে। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন।
মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানিদের লক্ষ্য ছিল চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার শামসুল ইসলামকে হত্যা করা। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়। দেশপ্রেমিক এই পুলিশ কর্মকর্তার মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।