দিনাজপুরের বীরগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে জাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার শিবরামপুর ইউনিয়নের পূর্ব দিঘলপহুড়া গ্রামের মো. রেজাবুল ইসলামের পুত্র ৯ম শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১৫) গত সোমবার দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে দিনমজুর বাবা–মায়ের সন্তান। ২১ নভেম্বর রাতে মোবাইলে গেম খেলা নিয়ে তাঁর মা বকাবকি করে। পরে সে অভিমান করে এ ঘটনা ঘটায়।
বীরগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, সোমবার সকালে তাঁর মা ছেলেকে স্কুলে যেতে বলে কাজে চলে যায়। পরে মা বাড়িতে ফিরে ওই অবস্থায় দেখতে পান বলে জানানা তিনি।