Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাহফুজের সঙ্গে সিনেমায় বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মাহফুজের সঙ্গে সিনেমায় বুবলী

গল্পের নাম ‘প্রহেলিকা’। গল্পটি শুনে বেশ পছন্দ হলো বুবলীর। সিদ্ধান্ত নিলেন, সিনেমাটি তিনি করবেন। তত দিন পর্যন্ত বুবলী জানতেন না প্রহেলিকা সিনেমায় তাঁর নায়ক কে? নির্মাতা চয়নিকা চৌধুরীকে কয়েকবার জিজ্ঞেসও করেছেন। প্রতিবারই ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে কৌতূহল জিইয়ে রেখেছেন চয়নিকা, ‘এটা তোমার জন্য সারপ্রাইজ!’

বুবলী অপেক্ষা করছিলেন। এর মধ্যে প্রহেলিকায় অভিনয়ের ব্যাপারে চুক্তি সইও করলেন। তখনো অজানা, কে হবেন নায়ক! অবশেষে একদিন চয়নিকা চৌধুরী জানালেন নামটি—মাহফুজ আহমেদ। বুবলীর চোখমুখে তখন আনন্দের ঝিলিক। বুবলী বলেন, ‘যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম, তখন মনে হলো, আসলেই কি সত্যি? ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের ভক্ত আমি। তাঁর অভিনয়, তাঁর লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে শুরু হবে প্রহেলিকার শুটিং। প্রি-প্রোডাকশন নিখুঁতভাবে শেষ করেই শুটিংয়ে যেতে চান তিনি। এরই মধ্যে মাহফুজ আহমেদ ও বুবলীকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছেন নির্মাতা।

প্রহেলিকা সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলী জুটির ব্যাপারে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজকে আমার প্রথম সিনেমায় নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আর বুবলীকে নিয়েছি কারণ, এ সিনেমায় তাঁকে খুব ভালো মানাবে।’

এ সিনেমা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর তাঁর সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল আরও আগে, ২০১৫ সালে। মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন বিরতি নিয়েছি। প্রহেলিকা দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। গল্পটি অনেক ভালো। তা ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের রসায়নটাও চমৎকার। এখনকার পৃথিবীতে ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে। বুবলীকে আমার কাছে একজন মেধাবী অভিনেত্রী মনে হয়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ