কমেছে করোনার সংক্রমণ। কিন্তু এখনো নতুন ধরন ও উপ-ধরন কমছেই না। ডেলটা ধরনের নতুন উপ-ধরন ‘এওয়াই.৪.২’ শনাক্ত হলেও এখনো এর ব্যাপারে খুব বেশি জানতে পারেননি বিজ্ঞানীরা। বিশ্বের কয়েক ডজন দেশে এ উপ-ধরন শনাক্ত হলেও সবচেয়ে বেশি ৯৩ শতাংশ ব্রিটেনে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কাতারের গবেষক প্যাট্রিক তাং বলছেন, এটি ডেলটার চেয়ে বেশি সংক্রামক কি না সে ব্যাপারে জানা যায়নি। বিজ্ঞানীদের হাতে নেই পর্যাপ্ত তথ্য। তবে অন্য বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি ফ্যাক্টরের ওপর নির্ভর করবে এর সংক্রমণ ক্ষমতা। এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যবিধি। শনাক্তের পর থেকেই এ উপ-ধরন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।