Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বৃষ্টি-বাতাসে নুয়ে গেছে ধানগাছ, নষ্টের আশঙ্কা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বৃষ্টি-বাতাসে নুয়ে গেছে ধানগাছ, নষ্টের আশঙ্কা

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে শত শত বিঘা জমির আমন ধানগাছ মাটিতে হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকায় ধানের শিষ পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

সরেজমিনে গত শনিবার ও গতকাল রোববার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাটিতে নুয়ে পড়া ধানগাছ গোছা বেঁধে দাঁড় করানোর চেষ্টা করছেন অনেক কৃষক।

বদলগাছী ইউনিয়নের জিধিরপুর গ্রামের কৃষক হোসেন আলী (৩৫) জানান, গত বুধ ও বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে অনেক কৃষকের আমন ধান মাটিতে হেলে পড়ে। হেলে পড়া ধানের অধিকাংশ শিষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ধানের জমিতে পানি জমে আছে। তিনি জানান, আর কয়েক দিনের মধ্যেই খেতের ধান পাকত। এখন ধানগাছ জমিতে নুয়ে পড়ায় লোকসানের মুখে পড়তে হবে।

সদর ইউনিয়নের কাদিবাড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উপজেলার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ২০০ হেক্টর জমি। চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। হঠাৎ বৃষ্টিতে আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা কমার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, গত বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে প্রায় ১৫ হেক্টর জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। হেলে পড়া ধানগাছগুলো গোঁছা করে দাঁড় করিয়ে দেওয়ার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে বলে জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ