Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডুমুরিয়ায় জামানত হারালেন ২৭ জন

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

ডুমুরিয়ায় জামানত হারালেন ২৭ জন

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬৩ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত হারিয়েছেন। এদের মধ্যে হাতপাখা প্রতীকে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৭ জন এবং নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত ২ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে ৩ জন বর্তমান চেয়ারম্যান হ্যাটট্রিক বিজয় অর্জন করেছেন।

তথ্যানুসন্ধানে দেখা গেছে, নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে কয়েকটি কারণে। এর মধ্যে নির্বাচিত চেয়ারম্যান সেবক না হয়ে শাসক হয়েছেন। তৃণমূলে আওয়ামী লীগের শৃঙ্খলা ঘাটতি, সালিস বৈঠকের নামে অর্থ বাণিজ্য, জমি দখল, চাকরির নামে টাকা আত্মসাৎ ইত্যাদি। এসব কারণে সাধারণ ভোটারদের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব সৃষ্টি হওয়ায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলীয় ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ জন এবং ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ৭টি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন দেয়।

নির্বাচনে ভোটের ফলাফলে প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী ১ নং ধামালিয়া ইউনিয়নের হাতপাখা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান ফকির, স্বতন্ত্র রজনীগন্ধা প্রতীকের প্রার্থী এস, এম তোজাম্মেল হক, ঘোড়া প্রতীকের জি, এম সাকি ও অটোরিকশা প্রতীকের মোঃ আনোয়ার হোসেন জামানত হারান।

২ নং রঘুনাথপুর ইউপির নৌকা প্রতীকের খান সাকুর উদ্দিন ৩ নং রুদাঘরা ইউপির হাতপাখা প্রতীকের মাহাবুবুল আলম, ৪ নং খর্ণিয়া ইউপির হাতপাখা প্রতীকের আহম্মদ আলী গাজী, ৫ নং আটলিয়া ইউপির ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি নেতা দৌলত হোসেন সরদার, ৬ নং মাগুরাঘোনা ইউপির হাতপাখা প্রতীকের শফিকুল ইসলাম বিশ্বাস, স্বতন্ত্র অটোরিকশা প্রতীকের আবদুল আজিজ শেখ, মোটরসাইকেল প্রতীকের আব্দুল হালিম, ঘোড়া প্রতীকের আশরাফুল শেখ এবং চশমা প্রতীকের শহিদুল ইসলাম জামানত হারয়েছেন। ৮ নং শরাফপুর ইউপির স্বতন্ত্র আনারস প্রতীকের বি, এম আলমগীর কবির ও ঘোড়া প্রতীকের মোঃ ওয়াহিদুজ্জামানেরও একই অবস্থা।

৯ নং সাহস ইউপির হাতপাখা প্রতীকের সৈয়দ মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের এফ, এম আমিনুর রহমান ও ঘোড়া প্রতীকের মোঃ শাহাজালাল মোড়ল, ১০ নং ভান্ডারপাড়া ইউপির স্বতন্ত্র ঘোড়া প্রতীকের বিপুল মন্ডল, ১১ নং ডুমুরিয়া সদর ইউপির হাতপাখা প্রতীকের আব্দুস সালাম খান, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের মাসুদ রানা নান্টু, মোটরসাইকেল প্রতীকের শেখ রবিউল ইসলাম এবং আনারস প্রতীকের এস, এম জাহাঙ্গীর আলম এবং ১২ নং রংপুর ইউপির স্বতন্ত্র আনারস প্রতীকের কাজল বিশ্বাস জামানত হারান।

১৩ নং গুটুদিয়া ইউপির নৌকা প্রতীকের কাজি আলমগীর, হাতপাখা প্রতীকের মোঃ কবির সানা, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সুস্মিতা রানি গাইন ও মোটরসাইকেল প্রতীকের কাজী আব্দুল্লাহ জামানত হারিয়েছেন। অপর দিকে পর পর ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক বিজয় অর্জন করেছেন ৩ জন চেয়ারম্যান। এরা হলেন ৪ নং খর্ণিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার, ৮ নং শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি এবং ১৪ নং মাগুরখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ সানা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ