Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নরসিংদীতে ট্রাকের চাপায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ট্রাকের চাপায় নিহত ১

নরসিংদীতে বেপরোয়া গতির পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারীর নাম মো. জসীম উদ্দিন (৪৫)। তিনি নরসিংদীর মাধবদী থানার আসমানদীচর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় মো. জসীম উদ্দিন মহাসড়কের একপাশ ধরে হাঁটছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পণ্যবাহী ট্রাকটি ভৈরবের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি পাঁচদোনা মোড় অতিক্রম করার সময় মো. জসীম উদ্দিন নামের ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ওই ঘাতক ট্রাকসহ চালককে আটক করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘বেপরোয়া গতির ট্রাকের চাপায় মো. জসীম উদ্দিন নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাকসহ চালক মো. জামির হোসেন আমাদের কাছে আটক আছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ