ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগুনে বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার আলগীচর উত্তরহাটি সামছুন নাহারের (৪৫) বাড়িতে এ আগুন লাগে।
বাড়ির মালিক দাবি করেন, একটি টিনশেড ঘর ও ঘরের ভেতরে আসবাবসহ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে সামছুন নাহারের ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দোহার ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘর ও ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
দোহার ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুর রশিদ বলেন, ‘দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।’