Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিমের কেজি ৫, মরিচ ১৫

চৌগাছা প্রতিনিধি

শিমের কেজি ৫, মরিচ ১৫

যশোরের চৌগাছায় পাইকারি বাজারে সবজির দাম হঠাৎ করে পড়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে। বাজারে পাইকারি ব্যাপারী না আসায় হঠাৎ সবজির দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে পাইকারি বাজারে সবজির দাম পড়ে গেলেও মাত্র ২০০ মিটারের মধ্যে খুচরা বাজার থেকে দ্বিগুণ-তিন গুন দামে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

গতকাল শুক্রবার উপজেলা সদরের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির সরবরাহ তুলনামূলক কম। সরবরাহ কম হলে সাধারণত দাম বেশি হলেও বাজার ঘুরে দেখা যায় উল্টো চিত্র।

বাজারের আড়তদার মুকুল হোসেন বলেন, ‘আজ (শুক্রবার) প্রতিকেজি শিম ৫ থেকে ৮ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১৫ থেকে ১৭ টাকা, বেগুন ১৮ থেকে ২০ টাকা, পটল ২৮ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়ো ২৮ থেকে ৩০ টাকা, মুলা ৫ থেকে ৬ টাকা, পেঁপে ৫ থেকে ৮ টাকা, বাঁধাকপি ৫ থেকে ৭ টাকা, ফুলকপি ১২ থেকে ১৫ টাকা করে কেজি দরে।

অন্যদিকে মাত্র ২০০ মিটার দূরের খুচরা বাজারে শিমের দাম ২০ থেকে ত্রিশ, ফুলকপি ২০ থেকে ৩০, কাঁচা মরিচ ৩০ থেকে চল্লিশ, বেগুন ৩০ থেকে ৪০, পটল ৪০ থেকে ৫০, মুলা ১৫ থেকে ২০, বাঁধা কপি ২০ থেকে ২৫, পেঁপে ১৫ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পাইকারি বাজারের আড়তদার মুকুল হোসেন ও দেলোয়ার হোসেন জানান, বাজারে বাইরের পাইকারি ব্যবসায়ীরা কম আসায় সবজির দাম হঠাৎ করে কমে গেছে। যদিও গত সপ্তাহের টানা বৃষ্টির পর থেকেই সবজির দাম নিম্নমুখী ছিল।

মুকুল হোসেন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) যে শিম ১৬ টাকা করে কিনেছিলাম আজ সেই শিম ৬ টাকা করে বিক্রি করা হচ্ছে। আমি গতকাল ১৬ টাকা দরে ৭০০ কেজি শিম কিনে বিক্রির জন্য এক পাইকারি বাজারে পাঠিয়েছিলাম। সেখানে পাঁচ হাজার টাকার ওপরে লোকসান হবে।’

বাজারে শিম বিক্রি করতে আসেন খোকন নামে এক কৃষক। তিনি ৩৫০ কেজি শিম বিক্রি করতে নিয়ে আসেন। এ প্রতিবেদকের সামনেই তিনি ৬ টাকা কেজি দরে সেই শিম বিক্রি করেন। কৃষক খোকন বলেন, অতি বৃষ্টিতে শিম খেতের অবস্থা খুবই খারাপ। হয়তো আর এক বা দুই দিন শিম বিক্রি করতে পারব। এবার শিম বিক্রি করে খরচও উঠবে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ