জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে রচনা (১ম ধাপে) ও কুইজ (২য় ধাপে) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছে শায়েস্তাগঞ্জের তাজওয়ার হাসনাত ত্বোহা।
ত্বোহা শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছে। ত্বোহা শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার মো. তোফায়েল আহমেদের ছেলে।
গত মঙ্গলবার সে প্রতিযোগিতার পুরস্কার ও মেধাবৃত্তি গ্রহণ করেছে। এ উপলক্ষে ঢাকায় লেকশোর হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
ত্বোহা সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভার্চুয়্যালি ওই অনুষ্ঠানে যুক্ত হয়। অনুষ্ঠানে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্বোহা বলে, ‘SIAHS, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের প্রতিনিধিত্বে আরও একবার বিজয়ী হতে পেরে আনন্দ ও গৌরব অনুভব করছি, শুকরিয়া প্রকাশ করছি। আমি বড় হয়ে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে চাই এ জন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’